"প্র্যাকটেসিং মুসলিম" - গ্রুপের এডমিন গোলাম কিবরিয়া নিখোঁজ!
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের "প্র্যাকটেসিং মুসলিম" - গ্রুপের এডমিন
নামঃ গোলাম কিবরিয়া হাসান রবিন,
গত ২৩/১০/২০২১ইং বাদ যোহর দুপুর আনুমানিক ২:০০ ঘটিকায় ঢাকা ধানমন্ডি শংকর, ২৭নং এর মোড় কনকর্ড ভবন এর সামনে থেকে ৪-৫ জন সিভিল পোশাকের লোক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। যার একটি সিসিটিভি ফুটেজ রয়েছে।
ধানমন্ডি থানায় জিডি নং ১৪৫৬
গত পরশু বিকেল থেকে নিখোঁজ। সিসি ক্যামেরা ফুটেজ থেকে দেখা যাচ্ছে তিনজন লোক তাকে জোরপূর্বক জবরদস্তি করে নিয়ে যাচ্ছে। নিখোঁজের কারণে পরিবার থেকে জিডি করা হয়েছে স্থানীয় থানাতে।
পুলিশ সিসি ক্যামেরা থেকে বলছে এটা কোন বাহিনী হবে। সিসি ক্যামেরা ফুটেজ দেখা যায় মাইক্রো টি সাদা। তবে গাড়ির নম্বরটি পরিষ্কার করতে পারেনি।
আমরা অতি দ্রুত ভাইটির মুক্তি কামনা করি।
কোন মন্তব্য নেই