বিশিষ্ট দাঈ আবু ত্বহা মুহাম্মদ আদনান নিখোঁজ!
বিশিষ্ট ইসলামী বক্তা ও দাঈ উস্তাদ আবু ত্বহা মুহাম্মদ আদনান গতকাল(বৃহস্পতিবার) রংপুর থেকে ঢাকা আসার পথে ড্রাইভার সহ ৩ জন নিখোঁজ। সর্বশেষ যোগাযোগ হয় রাত ২:৩৬ মিনিটে, গাবতলী থেকে।
তার একজন নিকট আত্মীয় জানান, ভাইয়ের সফরসঙ্গী হিসাবে দু'জন এবং ড্রাইভার সহ মোট চারজন ছিল। তাদের সবার ফোন রাত দুইটা ছত্রিশ মিনিটের পর থেকে বন্ধ। এরপর ভাইদের সাথে যোগাযোগ সম্ভব হয়নি!
এরপর পুলিশের কাছে মিসিং ডাইরি করতে গেলে পুলিশ মিসিং ডাইরি নেয়নি বলে অভিযোগ তাদের।
তার আত্মীয় আরো জানান,
তাদের গাড়ীর নাম্বার "ঢাকা মেট্রো গ ৩৩-৪৩৪২"
উল্লেখ থাকে যে,
হুজুরের কোনো খোঁজ পাওয়া গেলে তাকে "দি উম্মাহ টিভি" ফেসবুক পেইজে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।
ফেসবুক পেইজ লিঙ্ক:-
https://www.facebook.com/TheUmmahTVBD
কোন মন্তব্য নেই